হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) জীবনী pdf - পরিশিষ্ট -Part 24 - Islamic History Bangla Book Download

 হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) জীবনী বই
হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) জীবনী pdf,- পরিশিষ্ট, ইসলামিক কাহিনী

পরিশিষ্ট

১। আয়েশা সিদ্দিকা (রাঃ) স্বামী শেষ নবী হযরত মুহাম্মদ
(সাঃ)-এর সংক্ষিপ্ত পরিচিতি
। হযরত মুহাম্মদ (সাঃ)-এর উর্দ্ধতন একাদশ পুরুষের নাম ছিল ফিহির। তিনি কুরাইশ নামে অভিহিত হইতেন এইজন্য তাঁহার বংশধরগণ কুরাই বংশীয়। নামে খ্যাতি লাভ করেন।

এই হিসাবেই হযরত মুহাম্মদ (সাঃ)-এর বংশকে বলা

হয় কুরাইশ বংশ। | মহানবীর (সাঃ)-এর জন্মগ্রহণের প্রাক্কালে কুরাশই বংশীয়গণই মক্কার সর্বেসর্বা ছিলেন। তাঁহার দাদা আবদুল মুত্তালিব ছিলেন একজন বিশেষ ধার্মিক ব্যক্তি।
প্রিয় নবী হযরত মােহাম্মদ মােস্তাফা ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খান্দান বা বংশ পরিচিতি ধারাবাহিকভাবে নিচে দেয়া হল ঃ

১. তাঁর পিতা আবদুল্লাহ
২ আবদল মত্তালিব
৩ হাশেম।
৪ আবদে মােনাফ
৫ কুসাই
৬ কিলাব
৭ মােররাহ
৮ কায়াব
৯ লুআই
১০ গালিব
১১ ফিহর।
১২ মালিক
১৩ নজর।
১৪ কিনানাহ্'
১৫ খুজাইমাহ্
১৬ মুদরিকাহ্
১৭. ইল্‌ইয়াস
১৮ মুজার
 ১৯ নির
 ২০ মায়াদ্দ
 ২১ আদনান

 হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, নবী করীম (সাঃ) নিজ বংশ বর্ণনায় উক্ত ২১ পােশই উল্লেখ করেছেন। (ফতহুল রাবী, ৭ম খণ্ড)
আবদুল্লাহ বিশ বছর বয়সে পদার্পণ করিলে কুরাউশবংশীয় ওয়াহাব জোহরীর কন্যা আমেনার সহিত শুভ বিবাহ হইল। বিবি আমেনা ছিলেন- রূপেগুণে অতুলনীয়া এবং পরমা পুণ্যবতী। বিবাহের অল্পকাল পরেই আবদুল্লাহ বাণিজ্য। উপলক্ষে সিরিয়া গমন করলেন, তখন বিবি আমেনা গর্ভবতী।

বাণিজ্য হইতে প্রত্যাবর্তনকালে আবদুল্লাহ কয়েকদিন বিশ্রাম করবার উদ্দেশ্যে মদীনায় অবতরণ করলেন এবং এখানেই তিনি কঠিন পীড়ায় আক্রান্ত। হয়ে মৃত্যুবরণ করেন।
এইরূপে মাতৃগর্ভে থাকতেই হযরত মুহাম্মদ (সাঃ) পিতৃহীন হইলেন।

আমেনার প্রসবকাল যতই নিকটবর্তী হচ্ছিল

আমেনার প্রসবকাল যতই নিকটবর্তী হচ্ছিল, তিনি ততই নানা প্রকার অলৌকিক ঘটনাবলী দর্শন করিয়া বিস্মিত হচ্ছিলেন।
প্রসবের কয়েক দিন পূর্বে আর এক রাত্রে মা আমেনা স্বপ্নে দেখলেনফেরেশতা তার গৃহে আগমন করে তাঁকে সম্বােধন করে বলছেন- হে আমেনা! আপনি অবগত আছেন কি যে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুলিল আলামীন আপনার গর্ভে অবস্থান করছেন। আপনি পরমা ভাগ্যবতী রমনী! |

৫৭০ খ্রিষ্টাব্দের ১২ই রবিউল আউয়াল দিবাগত রাত্রি হযরত আমেনার প্রসব বেদনা আরম্ভ হল।।
প্রসবকালীন পরিচর্যা করবার মত স্ত্রীলোেক সেদিন বিবি আমেনার গৃহে ছিল না, সেজন্য তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন! সহসা তিনি দেখতে পেলেনআকাশ হতে একটি উজ্জল আলাে ধরার বুকে নেমে আসল.... সেই আলােকে আবার সমগ্র দুনিয়া আলােকিত হয়ে গেল।

এবার সম্পূর্ণ জাগ্রত অবস্থায় বাস্তব চোখে তিনি দেখলেন- আসমান হইতে
জমিন পর্যন্ত একটা বিরাট সিড়ি স্থাপন হয়েছে। উক্ত সিঁড়ি বেয়ে চারজন পরমা।
সুন্দরী রমনী নেমে আসলেন। বিবি আমেনা তাদেরকে নিজের গৃহে প্রবেশ করতে
ভীতা ও চমকিতা হলেন।

আগন্তুকা রমনীগণ তাঁকে অভয় প্রদান করিরে বললেন- আপনার ভয়ের
কোন কারণ নাই, আপনার পরিচর্যা করার জন্য আল্লাহ্ তাআলা বেহেশত হতে
আমাদিগকে পাঠিয়েছেন।

আমাদের পরিচয় যথাক্রম- হযরত ইসমাঈলের মাতা হাজেরা,
ফেরআউনের স্ত্রী আছিয়া এবং ঈসা নবীর মাতা মরইয়ম। আ বেহেশতের
কতিপয় হুর আমাদের সাথে আসিয়াছে।

অতঃপর সুবহেসাদেকের সময় বিশ্বের মহাকল্যাণস্বরূপ বিশ্বননী ধুলির ধরায়
শুভ পদার্পণ করলেন।
সাথে সাথে ফেরেশতাগণ সমসুরে গেয়ে উঠল- ইয়া নবী ছালাম আলাইকা,
ইয়া রাসূল ছালাম আলাইকা, ইয়া হাবীব ছালাম আলাইকা- ছালাওয়াতুল্লাহ আলাইকা।

সে এক আশ্চর্য ব্যাপার

বিশ্বনবী ধরার বুকে শুভ পদার্পণ করার সাথে সাথে সমগ্র বিশ্বে কম্পন সৃষ্টি
কা'বা গৃহের যে তিনশত ষাটটি মূর্তি স্থাপিত ছিল তার প্রত্যেকটি সেই
কম্পন সহ্য করতে না পেরে উপুড় হয়ে গেল! পারস্যের অগ্নি পূজকগণ সহস্র
বছর যাবত যে অগ্নিকুণ্ড প্রজ্জলিত রাখিয়াছি, সহসাই উহা নির্বাপিত হয়ে গেল।

পারস্যের কাফের বাদশাহ নওশেরওয়ার সিংহাসন উপুড় হয়ে পড়ে গেলএমনি আরও বহু আশ্চর্য ঘটনা সংঘটিত হল। পাঁচশত সত্তর অথবা পাঁচশত
একাত্তর ঈসায়ী সনের বারই রবিউল আউয়াল মাসের রােজ সােমবার ছােবহে
হাদেকের সময় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মাতৃগর্ভ হতে এ পৃথিবীতে
শুভাগমণ করলেন।

হযরত রাসূলে করীম (সাঃ)

এর সে জন্মনিশিতে যে সকল অলৌকিক ঘটনা
সংঘটিত হয়েছিল, বিশ্ব-মাননীয়া তাঁর জননী বিবি আমেনা নিজ মুখে তা বর্ণনা
করেছেন এভাবে ?

এবার সম্পূর্ণ জাগ্রত অবস্থায় বাস্তব চোখে তিনি দেখলেন- আসমান হইতে
একটা বিরাট সিড়ি স্থাপন হয়েছে। উক্ত সিঁড়ি বেয়ে চারজন পরমা রমনী নেমে আসলেন। বিবি আমেনা তাদেরকে নিজের গহে প্রবেশ করতে ভীত ও চমকিতা হলেন।
আগন্তকা রমনীগণ তাঁকে অভয় প্রদান করিরে বললেন- আপনার ভয়ের কোন কারণ নাই ।

আপনার পরিচর্যা করার জন্য আল্লাহ তাআলা বেহেশত হতে আমাদিগকে পাঠিয়েছেন।
ফেরআউনের স্ত্রী =

আমাদর পরিচয় যথাক্রম- হযরত ইসমাঈলের মাতা হাজেরা, ফেরআউনের স্ত্রী আছিয়া এবং ঈসা নবীর মাতা মরইয়ম। আ বেহেশতের কতিপয় হুর আমাদের সাথে আসিয়াছে।।
অতঃপর সুবহেসাদেকের সময় বিশ্বের মহাকল্যাণস্বরূপ বিশ্বননী ধুলির ধরায়
শুভ পদার্পণ করলেন।

সাথে সাথে ফেরেশতাগণ সমসুরে গেয়ে উঠল- ইয়া নবী ছালাম আলাইকা, । রাসল ছালাম আলাইকা, ইয়া হাবীব ছালাম আলাইকা- ছালাওয়াতুল্লাহ
আলাইকা। সে এক আশ্চর্য ব্যাপার।

বিশ্বনবী ধরার বুকে শুভ পদার্পণ

বিশ্বনবী ধরার বুকে শুভ পদার্পণ করার সাথে সাথে সমগ্র বিশ্বে কম্পন সৃষ্টি
কা'বা গৃহের যে তিনশত ষাটটি মূর্তি স্থাপিত ছিল তার প্রত্যেকটি সেই কম্পন সহ্য করতে না পেরে উপুড় হয়ে গেল! পারস্যের অগ্নি পূজকগণ সহস্র  বছর যাবত যে অগ্নিকুণ্ড প্রজ্জলিত রাখিয়াছি, সহসাই উহা নির্বাপিত হয়ে গেল।

পারস্যের কাফের বাদশাহ নওশেরওয়ার সিংহাসন উপুড় হয়ে পড়ে গেল। | এমনি আরও বহু আশ্চর্য ঘটনা সংঘটিত হল। পাঁচশত সত্তর অথবা পাঁচশত  একাত্তর ঈসায়ী সনের বারই রবিউল আউয়াল মাসের রােজ সােমবার ছােবহে।

ছাদেকের সময় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)

ছাদেকের সময় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মাতৃগর্ভ হতে এ পৃথিবীতে চুল শুভাগমণ করলেন।
" হযরত রাসূলে করীম (সাঃ)-এর সে জন্মনিশিতে যে সকল অলৌকিক ঘটনা । সংঘাটিত হয়েছিল, বিশ্ব-মাননীয়া তাঁর জননী বিবি আমেনা নিজ মুখে তা বর্ণনা।
করেছেন এভাবে ?


আমাদের কিছু কথা

বাংলায় লিখতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে ইমেইল করে জানিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এবং যদি আপনাদের কোন ধরনের সাজেশন থাকে তাহলে অবশ্য আমাদেরকে ইমেইল করে জানিয়ে দিবেন

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

আমাদের এই পোস্টে ভিজিট করার জন্য

এবং যদি ভালো লাগে এই পোস্টটি তাহলে অবশ্যই শেয়ার করবেন।


Post a Comment

0 Comments